কাগজে–কলমে এটি ভারতের অনেকটা দ্বিতীয় সারির দল। অধিনায়ক সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া আছেন। তবে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে নেই ঋষভ পন্ত, যশপ্রীত বুমরা, যশস্বী জয়সোয়ালরা।
তাঁদের জায়গায় অপেক্ষাকৃত কম অভিজ্ঞ ক্রিকেটারদের সুযোগ দিয়েছে ভারতের টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশ সিরিজে সুযোগ পাওয়া এসব ক্রিকেটারের সামর্থ্যও কম নয়! বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কেমন হতে পারে ভারতের একাদশ?
শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ভারতের হয়ে ওপেন করেছিলেন শুবমান গিল ও জয়সোয়াল। এ দুজন যেহেতু নেই, তাঁদের জায়গায় বাংলাদেশের বিপক্ষে ওপেন করতে পারেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। উইকেটকিপার ব্যাটসম্যান স্যামসন শ্রীলঙ্কা সিরিজের শেষ দুই ম্যাচে কোনো রান করতে পারেননি।
এরপরও বাংলাদেশ সিরিজে তাঁর ওপরই ভরসা রেখেছে ভারত। অভিষেক ও স্যামসন ছাড়া বাংলাদেশের বিপক্ষে দলে আর কোনো ওপেনার রাখেনি তারা। স্যামসন ওপেনিং থেকে মিডল অর্ডার সবখানেই ব্যাটিং করতে অভ্যস্ত।

অভিষেক তো নিজের খেলা দ্বিতীয় টি-টোয়েন্টিতেই সেঞ্চুরি করেছিলেন। শ্রীলঙ্কা সিরিজের আগে জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচে ৪৭ বলে ১০০ রানের ইনিংস খেলেছিলেন অভিষেক। গিল ও জয়সোয়ালের পরও এই মুহূর্তে তৃতীয় ওপেনার হিসেবে অভিষেকই ভারতের পছন্দ। নিজেকে গত আইপিএলে তিনি প্রমাণও করেছেন। মেরেছিলেন টুর্নামেন্ট সর্বোচ্চ ৪২ ছক্কা। মোট রান করেছিলেন ৪৮৪, এর মধ্যে ৩৯৬ রানই বাউন্ডারি থেকে।
তিন নম্বরে আসবেন যথারীতি সূর্যকুমার। তাঁকে নিয়ে বেশি শব্দ খরচ করার প্রয়োজন নেই। চার নম্বরে দেখা যেতে পারে অলরাউন্ডার রিয়ান পরাগকে। সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করলেও এর আগে জিম্বাবুয়ে সিরিজে চার নম্বরে ব্যাটিং করেছেন পরাগ। পন্তের অনুপস্থিতে বাংলাদেশ সিরিজেও ভারতের ব্যাটিং লাইনআপে চারেই দেখা যেতে পারে তাঁকে।
পিঠের চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে শেষ মুহূর্তে ছিটকে গেছেন অলরাউন্ডার শিবম দুবে। তাঁর বদলি হিসেবে রোববার সকালে দলের সঙ্গে যোগ দেবেন তিলক বর্মা। দুবে দলে থাকলে ৫ নম্বরেই দেখা যেত তাঁকে। দলের প্রয়োজনে মাঝেমধ্যে হার্দিক পান্ডিয়ার সঙ্গে জায়গা অদলবদলও হয়তো করতেন। তবে দুবের জায়গায় সুযোগ পাওয়া তিলকের প্রথম ম্যাচের একাদশে সুযোগ না পাওয়ার সম্ভাবনাই বেশি।
টি-টোয়েন্টিতেও তিলক খানিকটা সময় নিয়ে ব্যাটিং করেন। এ কারণে টপ অর্ডারেই বেশি দেখা যায় তাঁকে। টি-টোয়েন্টিতে ভারতের হয়ে যে ১৬টি ম্যাচে খেলেছেন, এর মধ্যে ৮টিতেই ব্যাটিং করেছেন তিন নম্বরে। ৪টিতে চার নম্বরে। ৫ নম্বরে ব্যাটিং করেছেন ২ ইনিংসে। এই দুই ইনিংসে ব্যাটিং করেছেন ১২৬.৪৭ স্ট্রাইক রেটে। তাঁকে একাদশে না রাখলে ৫ নম্বরে ভারতের সেরা বিকল্প হতে পারেন অভিষেকের অপেক্ষায় থাকা নীতিশ কুমার।

তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজে ফেরানো হয়েছে রহস্য স্পিনার বরুণকে, যিনি সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২০২১ সালে। ২০২৪ আইপিএলের ট্রফি জেতা কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১৫ ম্যাচে ২১ উইকেট নিয়েছিলেন বরুণ। আর এই মৌসুমে কলকাতার দায়িত্বে ছিলেন বর্তমানে ভারতের কোচ গৌতম গম্ভীর। কোনো পরিকল্পনা নিয়েই হয়তো এই স্পিনারকে দলে ফেরানো হয়েছে।
বাংলাদেশের বিপক্ষে অভিষেক হতে পারে আইপিএলে ঘণ্টায় ১৫৬.৭ কিলোমিটার গতিতে বোলিং করা মায়াঙ্ক যাদবের। ২২ বছর বয়সী এই পেসার এ বছরই প্রথম আইপিএলে খেলেন। আর প্রথমবারেই লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে মাঠে নেমে গতির ঝড় তুলে নজর কাড়েন।
চোটে ছিটকে যাওয়ার আগে খেলেছেন মাত্র ৪ ম্যাচ, নেন ৭ উইকেট। বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচে তাই তাঁকে একটা সুযোগ দিয়ে দেখতে পারে ভারত। চোটপ্রবণ এই পেসারকে অবশ্য সিরিজের সব ম্যাচ খেলানোর কথা নয় তাদের। অভিষেকের অপেক্ষায় থাকা হারশিত রানা হতে পারেন মায়াঙ্কের বিকল্প। অন্য পেসার হিসেবে জায়গা নিশ্চিত অর্শদীপ সিংয়ের।
Amazing article
অনেক সুন্দর একটি পোস্ট অনেক ভালো লাগলো
উপরের পোস্ট থেকে খেলাধুলা বিষয়ক অনেক কিছু জানিতে পারলাম/এতে করে আমরা ভীষণ উপকার হলো আমারা খেলাধুলা সংক্রান্ত অনেক কিছু জানতে পারব এই পোস্ট থেকে
Good
Apnr ayy article ta pore criket Player ar somporke onek kicu jante parlam bhaiya onek Dhonnobad apnake ato sundor kore article ta published korar jonno
আশা করি ভালই খেলবে বাংলাদেশ
আমার প্রিয় খেলোয়াড়, অনেক ভালো লাগলো,
আমাদের দেশেও মুস্তাফিজ , হাসান , তাসকিন আছে। যদিও ১৫৬.৭ গতিতে বল করার মতো প্লেয়ার আমাদের দেশে নাই কিন্তু তারপরও যারা আছে তাদের আরেকটু ভালোভাবে প্রাকটিস করলেই কাজ হবে।
Nice very informative post
বাংলাদেশের জেতার সম্ভাবনা খুবই কম।
It’s Really amazing post … Thanks for sharing this with us
Thanks for the update news ☺️
খেলাধুলার অনেক খবর জানতে পারলাম ধন্যবাদ
Very good post
এই ওয়েপসাইট টি খুব ভালো ।😍✨⚡
Shob gulo post e oshadharon, ar ati pore onek valo lagce, thank you airokhom post deoar jonno
nice 🥰
এত গতিতে তারা কিভাবে বল করেন
খুব সুন্দর হইছে , অনেক কিছু জানতে পারলাম ।
amader majha shear koar jonno tnx
ভারত কি করবে জানিনা
তবে আশা করি বাংলাদেশ যেনো সব সময় ভালো করে
Nice post thanks
৩:২৩ সময়ে পোস্টটা দেখলাম
Nice post ☺️👍
I love cricket
সুন্দর প্রতিবেদন।
Very nice
Nicr Post
Nice and informative post keep it up
নানান ধরনের হামলা চলছে বাংলাদেশ এবার দেশ রক্ষা করুন
কিছু তথ্য পেলাম ধন্য বাদ
Nice
Nice post…
Osadharon pleyar
এই পোস্টের মাধ্যমে খেলা সম্পর্কে অনেক ধারণা পেলাম
Thank you for your post
Very brilliant content
অনেক ইনফরমেটিভ কন্টেন্ট, আরো চাই।
Thanks to share.. so good context…
এটা খুব সুন্দর সুন্দর সুন্দর কথা বলছেন অনেক ধন্যবাদ আপনাকে
Nice
আমি জানি বাংলাদেশ কখনো জিতবে না ইন্ডিয়ার সাথে 🥺😓
ভারত বিশ্বের সেরা দল,,,,এতে কোন সন্দেহ নেই, ✅
ভারতের প্রতিটা প্লেয়ার মুখে থাকে সুযোগ কে কাজে লাগানোর, মায়াঙ্ক আজ তাই প্রমাণ করলো,,,✅
Nice Writing
Nice
It Very Nice, i like it
It’s verry Nice,
Niceee
Thanks for information
Nice post 😍
আপনার লেখনির মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম।
Ok video
Wow amazing articles 😊
Good
Nice
Good News
Nice
Beautiful post
অনেক সুন্দর একটা লেখা।
অনেক জ্ঞান মূলক।
nice