ফিলিস্তিনের গাজায় একটি মসজিদে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন।
আল-জাজিরা অ্যারাবিক জানিয়েছে, গাজার দেইর-এল-বালাহ এলাকায় আল-আকসা মার্টিয়ার্স হাসপাতালের পাশে সাহদা আল-আকসা মসজিদে বিমান হামলার ঘটনা ঘটেছে।
বছরখানেক ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে বাস্তুচ্যুত হওয়া বহু ফিলিস্তিনি ওই মসজিদে আশ্রয় নিয়ে ছিলেন।
এক এক্স বার্তায় ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, দেইর-এল-বালাহ এলাকায় সাহদা আল-আকসা মসজিদটি নিজেদের কাজের কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল হামাস। এই কেন্দ্রকে হামাস ‘কমান্ড ও কন্ট্রোল কমপ্লেক্স’ হিসেবে ব্যবহার করছিল বলে ওই এক্স বার্তায় জানানো হয়। তাই সেখানে বোমা হামলা চালানো হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে কোনো তথ্যপ্রমাণ দেওয়া হয়নি।
ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার এক বছর পূর্ণ হচ্ছে আগামীকাল সোমবার (৭ অক্টোবর)। এ হামলার জেরে ফিলিস্তিনের গাজায় এখনো ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধ চলছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়েছে যুদ্ধের দামামা।
মুখোমুখি লড়াই
হিজবুল্লাহ গতকাল শনিবার জানায়, লেবাননের দক্ষিণ সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে তাদের যোদ্ধাদের লড়াই চলছে। অনেক স্থানে ইসরায়েলি সেনাদের প্রতিহত করা হয়েছে। সীমান্তের অদূরে যোদ্ধারা ইসরায়েলের একটি ট্যাংকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। পাশাপাশি গতকাল ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফার রামাত ডেভিড বিমানঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে।
এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী গতকাল এক বিবৃতিতে জানায়, দক্ষিণ লেবাননে তাদের স্থল হামলা অব্যাহত রয়েছে। লড়াইয়ে এক সপ্তাহে আড়াই শতাধিক হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন।
গতকাল হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ধ্বংস করেছে বলে দাবি ইসরায়েলের।
ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, এসব স্থাপনায় অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক মজুত করে রেখেছিল হিজবুল্লাহ। সীমান্তের কাছে হিজবুল্লাহর একটি সুড়ঙ্গ ধ্বংসের দাবিও করেছে ইসরায়েল।
ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, গতকাল লেবাননের দক্ষিণাঞ্চলে একটি মসজিদে বিমান হামলা চালিয়েছে তারা। ইসরায়েলের দাবি, ওই মসজিদের ভেতর হিজবুল্লাহর কমান্ড সেন্টার ছিল। ইসরায়েলি সেনা ও ইসরায়েলের ওপর হামলার পরিকল্পনা বাস্তবায়ন করা হতো সেখান থেকে।
এ ছাড়া বৈরুত ও আশপাশের এলাকায় বিমান থেকে বোমা হামলা চালায় ইসরায়েল। বৈরুতের দক্ষিণের দাহিয়েহ অঞ্চলে গতকাল সন্ধ্যায় ইসরায়েলি বোমা হামলার খবর পাওয়া যায়। একই সময় বৈরুতে আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরেও বিমান হামলা হয়েছে। গতকাল লেবাননের পূর্বাঞ্চলীয় শহর জাওতারে বালবেকেও বোমা হামলার ঘটনা ঘটে।
A very beautiful website I visited and happy thanks for creating such a website
So beautiful
Post te anek valo laglo anek dhonnobad apnk
Thank you for creating such a beautiful website, it feels very good to visit the website
allah tumi muslimdet hefaot korkoro
Israiel er bichar tara pabe
Nice article
আল্লাহ তুমি রহম করো🙏
it was very helpful blogs thanks for providing this kind of news
Posti khub sundor hoyeche
It’s really amazing and attractive view
গাজা মুসলমানদের আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে। এটা দেখে আমাদের অন্তত খুব ফেটে যাচ্ছে।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এসব খবর শুনলে খুব কষ্ট লাগে। আল্লাহ এদেরকেও বুঝ দান করুক। এদেরকে হেদায়েত দান করুক যারা কাজগুলো করতেছে। 🥺